প্রথম রোহিঙ্গা মহিলা গ্র্যাজুয়েট তাসমিদা জোহর

শরণার্থী, উদ্বাস্তু, অনুপ্রবেশকারী – এই শব্দগুলি এখন রাজনৈতিক মন্ত্রের মতোই একত্রে উচ্চারিত হয়ে থাকে। গড়ে উঠতে শুরু করে অসহায়ের বিরুদ্ধে অল্পশিক্ষিত, অকর্মণ্য অথচ বিপুল সংখ্যাতে যাদের উপস্থিতি, তেমন একেকটি জনতার সেনাদল। ইংরেজিতে আমরা যাদেরকে ‘মব’ বলে চিহ্নিত করে থাকি। আমাদের তখন মনে পড়ে ১৯৩৮শের আরেক নভেম্বর। নাইট অব দ্য ব্রোকেন গ্লাস অথবা ক্রিস্ট্যালনাখটের সেই রাত, যা কি না বিভাজনের রাজনীতির চরমতম অবস্থায় পৌঁছনোর সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ। আমাদের দেশেও যে ইঙ্গিত কেবল সেই দিকেই যেতে শুরু করেছে।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 15 March, 2023 | 410 | Tags : Refugees Homeless Infiltrators Rohingya First Rohingya Female Graduate Tasmida Johar